আব্দুস সালাম পিন্টু: “ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি আরও পাঁচ মাস ক্ষমতায় থাকত, আমি বেঁচে থাকতাম না”

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি আরও পাঁচ মাস ক্ষমতায় থাকত, তবে আমি বেঁচে থাকতাম না। গত ১৭ বছরে তার নিপীড়নে অসংখ্য মানুষ মারা গেছে। আমরা সংগ্রাম করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, আজ আওয়ামী লীগ নেই, তবে তাদের দোসররা এখনো নির্বাচনে বাধা সৃষ্টি করছে।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ডে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরিফুল ইসলামের অকাল মৃত্যুর স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

পিন্টু আরও বলেন, “আমাদের দলের মধ্যে কিছু স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের লোকও প্রবেশ করেছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে। যে গণতন্ত্রের জন্য মানুষ রক্ত দিয়েছে, সেই গণতন্ত্র রক্ষা করা আমাদের মূল দায়িত্ব। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়ে দেশটাকে নষ্ট করেছে।”

এ সময় টাঙ্গাইল জেলা কৃষক দলের আহ্বায়ক দীপু হায়দার খান, সদস্য সচিব ভিপি শামীম, উপজেলা বিএনপির সভাপতি এড. গোলাম মোস্তাফা, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *