বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “জাতীয় নির্বাচন আসন্ন, এখন কিন্তু ঘরে বসে থাকলে চলবে না। জামায়াতে ইসলামী ঘরে বসে নেই, তাদের নারী কর্মীরা ভোটের জন্য ঘরে ঘরে গিয়ে কাজ করছে। সুতরাং তাদের খাটো করে দেখার কিছু নেই।”
তিনি নেতাকর্মীদের পরামর্শ দিয়ে বলেন, “এখন থেকে নিজেদের মধ্যে গ্রুপিং না করে ধানের শীষে ভোট চেয়ে ঘরে ঘরে যাওয়ার সময় এসেছে।”
বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে জিকে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্টের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে আফরোজা খানম রিতা এই মন্তব্য করেন।
এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। কিছু গোষ্ঠী ভুল ধারণা ছড়াচ্ছে। যারা দলকে ভালোবাসে, তাদের উচিত সচেতন থাকা। দলের বিরুদ্ধে কোন কথাই গোপন করা যাবে না।” তিনি আরও বলেন, “আমরা শক্তিশালী থাকব, কারণ ধানের শীষের জনপ্রিয়তাই তাদের ভয় দেখাচ্ছে।”
এছাড়া, আফরোজা খানম রিতা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এমন কোনো কাজ করবেন না, যা দলের ক্ষতি করবে। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে আছেন, তাদের কষ্ট ভুলে যাওয়া যাবে না। দুঃশাসনের কথা মনে রেখে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, নুরতাজ আলম বাহার, জহির আলম খান লোদী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, জিয়া স্মৃতি পাঠাগারের জেলা সভাপতি ডা. জিয়াউর রহমান, অ্যাডভোকেট সোহরাব হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ।