বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটির বিজয় অর্জনের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আমরা টানা ১৭ বছর ধানের শীষ নিয়ে কাজ করেছি। এখন আর স্থবির থাকার সুযোগ নেই, আমাদের রাজনৈতিক কার্যক্রমে নতুন গতিশীলতা আনতে হবে।”
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় রিতা বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য শুধু জয়ী হওয়া নয়, বরং বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের সময় দ্রুত ঘরে ঘরে পৌঁছাতে হবে। নিরাপত্তা, উন্নত ভবিষ্যৎ এবং অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য ধানের শীষের বিকল্প নেই। আমাদের সন্তানরা যেন পড়ালেখা শেষে কর্মসংস্থান ও উন্নত জীবনের নিশ্চয়তা পায়, সেটাই সম্ভব বিএনপি ক্ষমতায় ফিরলে।”
রিতা জেলা মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা নারীরা পুরুষদের চেয়ে বেশি ভোটে এগিয়ে থাকতে চাই। এজন্য নতুন ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান জিন্নাহ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
আফরোজা খানম রিতা এদিন মানিকগঞ্জ বিএনপির রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চারের বার্তা দিয়েছেন। তার মতে, “ঐক্যবদ্ধ থেকে মাঠে নামলেই ধানের শীষ বিজয়ের মালা গলায় উঠবে।”