১০ লাখ কোটি টাকায় ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কিনে নিচ্ছে নেটফ্লিক্স

স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স চলচ্চিত্র ও টেলিভিশন স্টুডিও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে প্রায় ৮ হাজার ৩০০ কোটি ডলারে কিনে নিতে রাজি হয়েছে। খবর বিডিনিউজের।

বর্তমান বিনিময় হার অনুযায়ী যা ১০ লাখ কোটি টাকার সমপরিমাণ। শুক্রবার দুই মার্কিন কোম্পানি একযোগে এ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে ওয়ার্নারের চলচ্চিত্রের বিশাল সংগ্রহের পাশাপাশি মর্যাদাপূর্ণ স্ট্রিমিং সেবা এইচবিও ম্যাক্সও নেটফ্লিক্সের হাতে চলে যাবে। ২০১৯ সালে ৭ হাজার ১০০ কোটি ডলারে ডিজনির ফক্স অধিগ্রহণের পর এটাই হতে যাচ্ছে বিনোদন জগতে সবচেয়ে বড় একীভূতকরণ চুক্তি, বলছে প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা।

চুক্তি অনুযায়ী, নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির প্রতিটি শেয়ার কিনছে ২৭ দশমিক ৭৫ ডলারে, এতে শেয়ার বাবদ তার খরচ পড়বে প্রায় ৭ হাজার ২০০ কোটি ডলার। তাতে ঋণসহ প্রতিষ্ঠানটির সর্বমোট মূল্য পড়ছে ৮ হাজার ২৭০ কোটি ডলার। বৃহস্পতিবার দিনশেষে ন্যাসড্যাক স্টক এক্সচেঞ্জে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শেয়ারের দাম ছিল ২৪ দশমিক ৫৪ ডলার।

দশকের পর দশক ধরে ক্যাসাব্লাঙ্কা, সিটিজেন কেইনের মতো ক্লাসিক সব চলচ্চিত্র উপহার দেওয়া ওয়ার্নার ব্রাদার্সের নাম জড়িয়ে আছে ‘দ্য সোপ্রানোস’, ‘গেইম অব থ্রোনস’, ‘হ্যারি পটারের’ মতো সামপ্রতিক ব্লকবাস্টার চলচ্চিত্র বা টিভি সিরিজের সঙ্গেও। একসঙ্গে আমরা দর্শকরা যা ভালোবাসে তার অনেকখানি দিতে পারব এবং আগামী শতকের গল্পবলার ধরন ঠিক করতে সহায়তা করব, বলেছেন পস্ট্রঞ্জার থিংস, কেপপ ডেমন হান্টারস, স্কুইড গেইমের মত বিশ্বমাতানো চলচ্চিত্র উপহার দেওয়া নেটফ্লিক্সের সহ–প্রধান নির্বাহী কর্মকর্তা টেড সারানদোস।

বিবৃতিতে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট ডেভিড জাজলাভ বলেছেন, আজকের এই ঘোষণা বিশ্বের দুই অসাধারণ গল্পবলা কোম্পানিকে একত্রিত করছে। দুই কোম্পানির বোর্ডেই সর্বসম্মতিক্রমে প্রায় ৮ হাজার ৩০০ কোটি ডলারে ওয়ার্নার্স ব্রাদার্স ডিসকভারির নেটফ্লিক্সে একীভূত হওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এই লেনদেন এক থেকে দেড় বছরের মধ্যে সম্পন্ন হবে, বলেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *