আগের ম্যাচে ছক্কা বৃষ্টি বইয়ে দিয়েছিলেন। নিজের অষ্টম টি-টোয়েন্টি ম্যাচেই পারভেজ হোসেন পেয়ে গিয়েছিলেন প্রথম সেঞ্চুরি। এই সংস্করণে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন। ৯ ছক্কা মেরে সেদিন পারভেজ ভেঙে দিয়েছিলেন এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও।
অথচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ ঠিক পরের ম্যাচের একাদশেই কি না নেই পারভেজ হোসেন! কেন সেঞ্চুরি করেও নেই পারভেজ? বিসিবি সূত্রে জানা গেছে, গত ম্যাচে ব্যাট করার সময়ই পায়ে চোট পেয়েছিলেন। যে কারণে গত ম্যাচে ফিল্ডিংও করেননি তিনি। ওই ব্যথা আজ তাঁকে একাদশ থেকেই ছিটকে দিয়েছে।
শুধু পারভেজ নন, বাংলাদেশের একাদশে আজ সব মিলিয়ে পরিবর্তন এসেছে ৪টি। এই সিরিজে খেলোয়াড়দের অদল-বদল করে সবাইকে খেলানোর পরিকল্পনা ছিল আগে থেকেই। এর অংশ হিসেবেই আজ এত বদল বলে জানা গেছে বিসিবি সূত্রে।
পারভেজ চোটের কারণে নেই আর মোস্তাফিজুর রহমান গেছেন আইপিএল খেলতে। এর সঙ্গে সহ অধিনায়ক মেহেদী হাসানও বাদ পড়ে গেছেন— আগের ম্যাচে ৪ ওভারে ৫৫ রান দিয়েছিলেন তিনি। এ ছাড়া আরও একটি পরিবর্তন আছে একাদশে—পেসার হাসান মাহমুদও আজ নেই। এই চারজনের জায়গায় বাংলাদেশের একাদশে আজ সুযোগ পেয়েছেন— নাজমুল হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
পরশু প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ। বিকেলে জানানো হয়েছে, শুরুতে দুই ম্যাচের সিরিজ হলেও এখন এটি তিন ম্যাচের সিরিজ। ২১মে তৃতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।