এশিয়া কাপের চলতি আসরে প্রথম ম্যাচে আরব আমিরাতকে সহজেই পরাজিত করল ভারত। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতের কাছে আরব আমিরাত মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা আরব আমিরাত কুলদীপ যাদবের লেগ স্পিন ও শুভম দুবের গতির সামনে ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ২২ রান করেন আলিশান শরাফু, আর ১৯ রান করেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ভারতের পক্ষে কুলদীপ যাদব ২.১ ওভারে মাত্র ৭ রানে ৪ উইকেট নেন, এবং শুভম দুবে ২ ওভারে ৪ রানে ৩ উইকেট শিকার করেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারত এক উইকেট হারিয়েই মাত্র ২৭ বলের মধ্যে জয় তুলে নেয়। শুভমান গিল ৯ বলে দুই চার ও এক ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন, আর অভিষেক শর্মা ১৬ বলে দুই চার ও তিন ছক্কায় ৩০ রান করে ফিরে যান। অধিনায়ক সূর্যকুমার যাদব ২ বলে ৭ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।