লুঙ্গি পরে ‘জংলি’র প্রচারে বুবলী

পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। ইতিমধ্যেই সিনেমাটির প্রচারে যোগ দিয়েছেন নির্মাতা–শিল্পীরা। ছবির প্রচারে আজ মঙ্গলবার রাতে লুঙ্গি পরে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’এক ঘণ্টার ব্যবধানে এসব ছবিতে ১৮ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। ৩ হাজার ৮০০–এর বেশি মন্তব্য এসেছে। সাইমন নামে একজন লিখেছেন, ‘অস্থির লুক।’ রিপন নামের আরেকজন লিখেছেন, ‘চমৎকার লাগছে।

জংলি’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমার প্রি-টিজারে শবনম বুবলীকে দেখানো হয়নি। টিজারে বুবলীকে এক ঝলক দেখা গেছে। ফলে বুবলীর চরিত্রটি

প্রেম ও প্রতিশোধের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। সিয়াম ও বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান। ‘জংলি’ ছাড়াও ঈদে ‘বরবাদ’, ‘দাগি’সহ আরও কয়েকটি সিনেমা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *