লাক্স সুপারস্টার : রেজিস্ট্রেশনের বাকি আর মাত্র ৭ দিন!

শুরু হয়েছে লাক্স সুপারস্টার। আর এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণীদের মধ্যে তৈরি হয়েছে অন্য রকম এক্সাইটমেন্ট আর আগ্রহ। ক্যাম্পাস, ক্যানটিন, কোচিং সেন্টার কিংবা কফিশপ—যেখানেই তরুণীদের আড্ডা, সেখানেই কথার বিষয়বস্তু এখন লাক্স সুপারস্টার। সবার মুখে মুখে, ‘তুমি রেজিস্ট্রেশন করেছ তো?’ কেউ বলছে করেছে, কেউ ভাবছে করবে—সব মিলিয়ে একটা তোড়জোড় চলছে তরুণদের মধ্যে। ১২ জুন শেষ হচ্ছে লাক্স সুপারস্টারের ২০২৫ মৌসুমের রেজিস্ট্রেশন। হাতে সময় আছে আর মাত্র ৭ দিন! এবারের সিজনটি হবে আরও আধুনিক, আরও সময়োপযোগী। অভিনয়, স্টাইলিং আর কনটেন্ট মেকিং—এই তিনটি বিষয়ে মূল্যায়ন করা হবে প্রতিযোগীদের।

অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে লাক্স সুপারস্টারের পুরোনো তারকাদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে অনলাইন ও অফলাইনে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরী সবার সঙ্গে শেয়ার করছেন নিজেদের সুপারস্টার হয়ে ওঠার গল্প। কমেন্ট সেকশনেও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তাঁরা। ঢাকা, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজন করা হচ্ছে ইন্টারঅ্যাকটিভ সেশন, যেখানে অংশ নিয়েছেন টয়া, নীলা, ইশরাতসহ আরও অনেক লাক্স তারকা। তাঁরা কথা বলছেন লাক্স সুপারস্টারে তাঁদের নিজেদের জার্নি নিয়ে। ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেশনে নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী মুমতাহিনা টয়া বলেন, ‘লাক্স সুপারস্টার পুরো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে। এখান থেকেই আমাদের ইন্ডাস্ট্রির প্রধান নারী তারকারা এসেছেন। আমার জীবনের সেরা তিনটি মাস আমি কাটিয়েছি এই প্ল্যাটফর্মের সঙ্গে। গ্রুমিংয়ের সময়টা টাফ হলেও প্রসেস শেষ করে যখন বের হবেন, মনে হবে, এটি অমূল্য ছিল!’

এবারের সিজনে বিচারকের আসনে থাকছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফীর মতো জনপ্রিয় তিন মুখ। শুধু বিচারক নন, এবারের জার্নিজুড়ে তাঁরা মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন। নিজেদের অভিজ্ঞতায় গড়ে তুলবেন নতুনদের আত্মবিশ্বাস ও দক্ষতা। বিচারকদের সঙ্গে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে হাজারো রেজিস্ট্রেশন থেকে শীর্ষ ১০০ জনকে লাইভ অডিশনের জন্য বেছে নেওয়ার প্রক্রিয়া।

লাক্স সুপারস্টার কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি বিশ্বাসযোগ্য গ্রুমিং প্ল্যাটফর্ম। এই মঞ্চ থেকে উঠে আসা অনেক তারকাই আজ দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির প্রথম সারির মুখ। বাঁধন, মিম, মেহজাবীন, মম, বিন্দু, টয়া, তুশি, অর্ষা—এঁদের সবারই শুরুটা হয়েছিল লাক্স সুপারস্টারের সঙ্গে।আপনারও যদি সুপারস্টার হওয়ার স্বপ্ন থাকে, তাহলে এখনই সুযোগ। রেজিস্ট্রেশনের সময় প্রায় শেষের দিকে। অভিনয়, স্টাইলিং, আর কনটেন্ট মেকিংয়ে প্যাশন থাকলে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.luxsuperstar.com-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *