রাঙ্গুনিয়া প্রতিনিধি: সুমন বড়ুয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা ও পৌরসভার আ’লীগের সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পাহাড়তলী ফুটবল একাডেমি পরাজিত করে বিজয়ী হয় শিলক স্পোর্টিং ক্লাব।
ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় খেলায় নির্ধারিত সময়ে দ্বিতীয়ার্ধে বেলালের গোলে এগিয়ে যায় শিলক স্পোর্টিং ক্লাব।
পরে টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাস্টার দাউদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি জনাব, ইফতেখার ইউনুস।
এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আবদুল মালেক,বিষু বড়ুয়া,মানিক কান্তি দাশ,ক্রীড়াবিদ খায়রুল ইসলাম,আলী আকবর,মালেক মাস্টার, পিপলু বড়ুয়া, বদিউর আলম প্রমুখ।
খেলার প্রধান রেফারি ছিলেন মাইনুর ইসলাম ও সহকারি রেফারি ছিলেন নাফিজ সরকার , নাছির উদ্দীন।