মৌসুমের সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় মেসি

বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৫ সালের সেরাদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে মেজর লিগ সকার (এমএলএস)। অনুমিতভাবে মৌসুমের সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় আছেন মহাতারকা লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে লন্ডন ডোনাভান এমএলএস এমভিপি অর্থাৎ মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার হাতছানি ইন্টার মায়ামি অধিনায়ক মেসির সামনে। এই ক্যাটাগরিতে মেসির সঙ্গে লড়াইয়ে আছেন লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুওয়ানগা, স্যান ডিয়েগো এফসির আনহেস দাহায়া, এফসি সিনসিনাটির এভেন্দার এবং ন্যাশভিল এসসির স্যাম সারিজ। 
এমএলএসের চলতি মৌসুমে সর্বোচ্চ গোল (২৯) এবং সর্বোচ্চ অ্যাসিস্ট (১৯)। দুটোই আর্জেন্টিনার অধিনায়ক মেসির। গোলদাতার তালিকায় শীর্ষ পাঁচের বাকি চারজনই আছেন মৌসুমের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়। এদের মধ্যে অ্যাসিস্টে সেরা পাঁচে আছেন দাহায়া ও এভেন্দার। নতুন আসা মৌসুমের সেরা তিন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন দাহায়া। বাকি দুজন লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিন এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিনকার্নাগেল। এমএলএসের মৌসুম সেরা গোল এবং মৌসুম সেরা সেভ নির্ধারণ করা হবে অনলাইন ভোটে এবং এর ঘোষণা দেওয়া হবে আগামী সোমবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *