বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগামী নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, নির্বাচনে সফল হলে পরে সভাপতি হওয়ার পরিকল্পনাও রয়েছে তার। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে এই সিদ্ধান্ত প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে আমিনুল বলেন, গত ৩০ মে বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণের সময় তিনি বলেছিলেন, “আমি একটি দ্রুত টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি। একটি ভালো ইনিংস খেলব, যা সবাই মনে রাখবে।” তিনি আরও বলেছিলেন, “লম্বা সময় ধরে দায়িত্বে থাকার কোনো পরিকল্পনা নেই।” তবে এখন তার এই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে।
এদিন সিলেটে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আমিনুল বলেন, “আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচনের আয়োজন হবে, এবং এটি পরিচালকদের নির্বাচন হবে। আমি সেখানে থাকতে চাই, এবং পরবর্তীতে যদি সুযোগ আসে, বাংলাদেশ ক্রিকেটকে আরও ভালোভাবে সার্ভ করার জন্য চেষ্টা করব।”
এদিকে, বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম সোমবার জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ হবে, এবং নির্বাচক কমিশন শিগগিরই গঠন করা হবে। বিসিবির ২৫ পরিচালক নির্বাচিত হন কাউন্সিলরদের ভোটে, এর মধ্যে ২৩ জন পরিচালক এবং ২ জন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হন। নির্বাচিত পরিচালকদের ভোটে পরবর্তীতে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
আপাতত, আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদীন, দুজনেই জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নেই পরিচালক পদে আছেন, তবে তারা পরবর্তী নির্বাচনে কীভাবে অংশ নেবেন, তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি তামিম ইকবালও বিসিবি পরিচালকের পদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন, এবং তারও ভবিষ্যতে সভাপতি হওয়ার ইচ্ছা রয়েছে।