বিজয় থালাপাতির বাড়িতে বোমার হুমকি, নিরাপত্তা জোরদার

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা–রাজনীতিক বিজয় থালাপাতির চেন্নাইয়ের বাড়িতে বোমার হুমকি দেওয়া হয়েছে। অভিনেতার নীলাঙ্কারাইয়ের বাড়ি উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে সেখানে। টাইমস অব ইনডিয়া লিখেছে, চেন্নাইয়ে বিজয় থালাপাতির বাড়িতে বোমা হামলার হুমকি ঘিরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ছুটে গেছেন বোমা নিষ্‌ক্িরয়করণ দল ও সিআরপিএফ সদস্যরা। তবে পরে তদন্তে বিষয়টি ভুয়া প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিডিনউজের।

পুলিশের কাছে একটি ফোন আসে। ফোনে ব্যক্তি পুলিশকে বলেন, ভবিষ্যতে বিজয় যদি আর কোনো জনসভা করেন, তবে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এই হুমকির পরপরই বোমা বিশেষজ্ঞরা প্রশিক্ষিত কুকুর নিয়ে পুরো এলাকায় অনুসন্ধান চালান। তদন্ত শেষে তারা নিশ্চিত হন, হুমকি ভুয়া। নীলাঙ্কারাই এলাকার ওই বাড়ি ঘিরে রেখেছে পুলিশ; নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকিদাতার পরিচয় জানতেও অনুসন্ধান চলছে। বিষয়টি চলচ্চিত্র অঙ্গন এবং সোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এর আগেও একদিন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি বিজয়ের বাড়িতে ঢুকে পড়েছিল।

তখন থেকেই অভিনেতার বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়। গত মাসে তামিলনাড়ু রাজ্যে বিজয়ের সমাবেশে পদদলনে ৪০ জনের মৃত্যু হয়। এই ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়।

তিন দশক ধরে বিজয় তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা। সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন তিনি। তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) নামে দল গড়ে গত বছরের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *