বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা

প্রথমবারের মতো বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন। গতকাল সোমবার রাতে এক ফেসবুক পোস্টে এই নির্মাতা জানান, তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন।

ঢাকার একটি হাসপাতালে সন্তানের জন্ম হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পুত্রকে কোলে নিয়ে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন কাজল আরেফিন।

নির্মাতা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমিও একজন বাবা। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, আমার ছেলে এবং তার মা সুস্থ আছেন। আমার ছেলের জন্য দোয়া করবেন।’

মাত্র এক ঘণ্টার ব্যবধানে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ছড়িয়ে পড়েছে। প্রায় চার হাজার রিঅ্যাক্ট পড়েছে, তিন শর বেশি মন্তব্য এসেছে। নির্মাতা মোস্তাফিজুর রহমান, ইমেল হক, জাহিদ প্রীতমসহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন।

২০১৬ সালের ২২ এপ্রিল সৈয়দা শারমিনকে বিয়ে করেন কাজল আরেফিন। এ বছর বিবাহবার্ষিকীতে স্ত্রী বেবিবাম্পের ছবি প্রকাশ করেন তিনি।

ঈদুল ফিতরে বঙ্গতে মুক্তি পেয়েছে অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এর মধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’–এর ঘোষণা দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *