বাংলাদেশের পাকিস্তান সফর তাহলে কি পিছিয়েই যাচ্ছে

পাঁচটি টি–টোয়েন্টি খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তবে ভারত–পাকিস্তান সংঘাতের জেরে সফরটি পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানে দল পাঠাবে কি না, এমন প্রশ্ন ছাড়িয়েও সামনে চলে আসছে পিসিবির বাস্তবতা।এরই মধ্যে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে। দিনক্ষণ চূড়ান্ত না হলেও ম্যাচগুলো চলতি মাসেই শেষ করা হতে পারে। আর সেটি করতে গেলে ২৫ মে শুরু বাংলাদেশ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ পেছাতেই হবে।

বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা ২১ মে। তার আগে ১৮ মে শেষ হয়ে যাওয়ার কথা পিএসএলের এবারের আসর। তবে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর পাকিস্তানে পিএসএল আয়োজন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়েছে।সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে পিএসএলের ম্যাচ চালু করতে এক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। কারণ, সম্প্রচারসহ বিভিন্ন লজিস্টিক্যাল বিষয় স্থানান্তরের ব্যাপার রয়েছে। স্বাভাবিকভাবেই পিএসএলের বাকি ৮ ম্যাচ শেষ হতে হতে বাংলাদেশ–পাকিস্তান সিরিজ শুরুর সময় চলে আসবে।

পাঁচ টি–টোয়েন্টির সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ। এরই মধ্যে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান সফরকে কেন্দ্র করে বাংলাদেশ দলের ১৪ মে ঢাকা ছেড়ে যাওয়ার কথা। ২১ মে পাকিস্তানে পৌঁছানোর আগে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি যুক্ত করেছিল বিসিবি।এখন পাকিস্তান সফর পিছিয়ে গেলে বা স্থগিত হয়ে গেলে লিটনদের আমিরাত সফরও পড়ে যাবে অনিশ্চয়তায়। কারণ, দুবাই হয়ে যাওয়ার পথে দুটি ম্যাচ খেলাই যায়, এমন ভাবনা থেকেই করা হয়েছিল আরব আমিরাতের সূচি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এ সফর পিছিয়ে যাওয়া নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। আগামীকাল পরিচালকদের সঙ্গে এক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *