ফিরছে পাশা, কাবিলা, হাবুরা—বড় পরিকল্পনায় নতুন ‘ব্যাচেলর পয়েন্ট’

কাজল আরেফিনের আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চারটি সিজন শেষ হয়েছে। ২০২২ সালের শেষ দিকে এই ধারাবাহিকের ৪ নম্বর সিজনের শেষ পর্ব প্রচারিত হয়। আলোচিত সিরিজের পরের মৌসুম কবে আসবে, এ নিয়ে অন্তর্জালে প্রায়ই পোস্ট দিতে দেখা যায় ভক্তদের। এবারের ঈদে মুক্তি পাওয়া নির্মাতার ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর শেষে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ মুক্তির আভাস ছিল। এবার আনুষ্ঠানিকভাবে এল পঞ্চম মৌসুমের ঘোষণা।

চ্যানেল আই অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ প্রচারিত হবে চ্যানেল আইয়ে। দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে ২৬ মাস পর নতুন করে শুরু হচ্ছে কাবিলা, হাবু, পাশা, শিমুলদের দৈনন্দিন জীবনের গল্পে।

গণমাধ্যমটি জানিয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ নিয়ে নির্মাতা কাজল আরেফিনের সঙ্গে গতকাল বুধবার চ্যানেল আইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। যেখানে উপস্থিত ছিলেন ইবনে হাসান খান (পরিচালক বিপণন, ইমপ্রেস টেলিফিল্ম লিমিডেট চ্যানেল আই), নির্মাতা কাজল আরেফিনসহ সংশ্লিষ্ট অনেকে।

স্বাক্ষর শেষে ইবনে হাসান খান বলেন, ‘চ্যানেল আই-এর দর্শকদের গোলাম হিসেবে প্রতিনিয়ত চেষ্টা করি তাদের মন জোগাতে। দর্শক হিসেবে তাঁরা কী দেখতে চান, তাঁদের কী পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলোকে সব সময় গুরুত্ব দিয়ে কাজ করে থাকি। “ব্যাচেলর পয়েন্ট”-এর মতো জনপ্রিয় সিরিয়াল এসব দর্শকের জন্য হাজির করব, এটিকে অনেক বড় প্রাপ্তি বলে মনে করি।’

কাজল আরেফিন বলেন, ‘চ্যানেল আইকে পাশে পাওয়ার কারণে আমরা নতুন সিজনের পরিকল্পনা অনেক বড় করতে পারছি। আশা করছি, আমাদের একসঙ্গে যাত্রা সামনে বহুদূর যাবে।’

ইতিমধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর শুটিং শুরু হয়েছে। প্রথম কিস্তির শুটিং শেষে চলছে পোস্ট প্রডাকশন। নির্মাতা জানান, বড় আয়োজন করে পঞ্চম মৌসুম মুক্তির দিনক্ষণ ঘোষণা করবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *