পার্থ বড়ুয়া শোনাবেন নব্বই দশকের গল্প

বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা পার্থ বড়ুয়া। নব্বই দশকের প্রাক্কালে ঐতিহ্যবাহী ব্যান্ড ‘সোলস’-এ যোগ দেন তিনি। শুরুতে কিবোর্ডিস্ট হিসেবে ছিলেন। পরবর্তীতে লিড গিটার বাজান। এ ছাড়া ব্যান্ডের মূল কম্পোজারের কাজও করেন তিনি। নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘আজ দিন কাটুক গানে’ অ্যালবামে তার গাওয়া ‘কেন এই নিঃসঙ্গতা’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়।

এরপর থেকে সোলসের গীটারিস্ট এবং ভোকাল শিল্পী হিসেবে নিয়মিত হয়ে ওঠেন তিনি। মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে তার কাছ থেকে শোনা যাবে সেই সময়ের গল্প। রিয়াদ শিমুলের গ্রন্থনা ও এস এম হুমায়ুন কবিরের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল ২২ নভেম্বর, শনিবার রাত ১২ টায়।

বর্তমানে ব্যান্ডের কার্যক্রম পরিচালিত হয় পার্থকে কেন্দ্র করেই। অনুষ্ঠানে সোলসের সঙ্গে প্রায় ৩৫ বছরের পথচলায় নব্বই দশককে আলাদাভাবে মূল্যায়ন করেন তিনি। বাংলাদেশের ব্যান্ড সংগীতের সোনালী অধ্যায় হিসেবে বিবেচিত নব্বই দশকেই উত্থান হয় পার্থ’র। তাই সেই সময়টার বিশেষ আবেদন আছে তার কাছে। কিবোর্ডিস্ট হিসেবে সোলসে এসে পরবর্তীতে মূল শিল্পী হয়ে ওঠা, সেই সময়ের রেকর্ডিং, স্টুডিও কালচার, গানের আড্ডা, গান তৈরির গল্পসহ অনেক স্মৃতিকথা বলবেন তিনি এ অনুষ্ঠানে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *