আসন্ন নভেম্বরের আন্তর্জাতিক বিরতির জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে বছরের শেষ দুটি ম্যাচের এই স্কোয়াডে জায়গা হয়নি সুপারস্টার নেইমার জুনিয়রের। সম্প্রতি মাঠে ফেরার আভাস দিলেও কোচ কার্লো আনচেলত্তি তাকে এই মুহূর্তে বিবেচনায় আনেননি।
নেইমার না থাকলেও বড় চমক হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ফাবিনিয়ো। দীর্ঘ তিন বছর পর জাতীয় দলের জার্সিতে ডাক পেলেন তিনি। ফাবিনিয়োর পাশাপাশি দলে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড ভিতর রোকিও। ২০২৩ সালে অভিষেকের পর প্রায় দুই বছর পর দলে ফিরলেন তিনি।
তবে ইনজুরির কারণে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন গোলরক্ষক আলিসন বেকার, রাফিনিয়া এবং গ্যাব্রিয়েল মার্তিনেলির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা।
ব্রাজিল এই মাসে দুটি আফ্রিকান প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে। আগামী ১৫ নভেম্বর তাদের প্রতিপক্ষ সেনেগাল এবং ১৮ নভেম্বর ফ্রান্সের মাটিতে তারা তিউনিসিয়ার মুখোমুখি হবে।