নির্বাচন নিয়ে র‍্যাপার আলি হাসানের গান

গানের মাধ্যমে নির্বাচনের হাওয়া বইয়ে দিলেন শিল্পী আলি হাসান ও তার দলের সদস্যরা। আলোচিত এই  র‌্যাপারের নতুন গানের শিরোনাম– ‘দল ক্ষমতায় বুঝবো নেতায়’। গানের কথা-সুর-সংগীত ও গায়কির মধ্য দিয়ে তুলে আনা হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, নেতাকর্মীদের প্রতিশ্রুতি ও কর্মকাণ্ড নিয়ে কিছু প্রশ্ন। নির্বাচনের আগে দেশজুড়ে কী চলছে, গানের ভিডিওতে বোঝানোর চেষ্টা করা হয়েছে তা।

‘দল ক্ষমতায় বুঝবো নেতায়’ গানের কথা লেখার পাশাপাশি সুর দিয়েছেন আলি হাসান। সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন তার র‍্যাপ দলের সদস্য সিয়াম হাওলাদার, আমিন আলি, রাকিব হাসান, মারুফ আকন, আহমেদ শুভ, আলীম খন্দকার, নাজিম উদ্দিন, রিজান, সাদী, মানাম ও হানিফ। সংগীতায়োজন করেছেন শচী শামস।

মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়া শাহ আমিন আলি। গল্পনির্ভর এ গানের ভিডিওতে বিভিন্ন দলের নেতাকর্মীর চরিত্র তুলে ধরেছেন নূর মোহাম্মাদ তাওহীদ, সাদমান মুশফিক জানাম, শফিকুল সজীব, শিমুল, রসি, আলভী, ইউনূস, চয়ন, মো. তানজিল, হোসাইন জয়, ইমু, সোহাগ, সাইদুল, আল আমিন, আরাফাত, সাব্বির, রাব্বি, শুদ্ধসহ গানের শিল্পী আলি হাসান, সাদী, আহমেদ শুভ, রাকিব হাসান, সিয়াম হাওলাদার, আমিন আলিসহ বেশ কয়েকজন।

পুরো ভিডিওতে সমকালীন ঘটনা নাটকের আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি এ গানের ভিডিও জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। র‌্যাপার আলি হাসান ও তার দলের সদস্যরা জানান, সমকালীন যেসব ঘটনা তাদের মনে নাড়া দিয়েছে, এনেছে কিছু প্রশ্ন– সেগুলো বিভিন্ন উঠে এসেছে তাদের গানে।

নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেছেন কোটি মানুষ। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে যারা শাসন ব্যবস্থার মসনদে বসতে যাচ্ছে, তারা আসলে দেশ নিয়ে ভাবছে নাকি ক্ষমতা কুক্ষিগত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে– তারই কিছু দৃশ্য এ গানে তুলে আনা হয়েছে। 

এর আগে আলি হাসান ‘ব্যবসার পরিস্থিতি’, ‘বাজার গরম’, ‘যুব উন্নয়ন’, ‘নানা নাতি’, ‘সোনার বাংলাদেশ’ শিরোনামে বেশ কিছু গান গেয়ে দেশজুড়ে আলোচিত হয়। বেশ কিছু গানে সহশিল্পী ও সহকর্মী হিসেবে ছিলেন আলি হাসানের দলের সদস্যরা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *