নিজের পরিচয় বিক্রি করে জনপ্রিয়তার রাস্তা বেছে নেইনি: দীপিকা

বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও কাজ করছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে সেখানকার ধ্যান ধারণা নিয়ে তার অবিজ্ঞতা ভালো নয়। সম্প্রতি হলিউডের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি। দীপিকার মতে, ভারত সম্পর্কে পশ্চিমা বিশ্বে এখনও পুরনো ধারণা বিরাজমান। সিএনবিসি টিভি১৮–এর এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ভারতকে বিশ্ব মঞ্চে তুলে ধরার জন্য দীপিকার প্রচেষ্টা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এসময় তিনি বলেন, ‘ভারতকে বিশ্বের কাছে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি খুব স্পষ্ট। পশ্চিমা বিশ্বে কাজের সময় আমাকে যে বিষয়টি বিরক্ত করত তা হলো, তাদের মধ্যে ভারত সম্পর্কে ধারণা। তারা মনে করেন ভারতীয় শিল্পীদের উচ্চারণ ও গায়ের রং স্টেরিওটাইপ এবং হয়তো এখনো আগের মতোই। কিন্তু আসলে তা নয়, ভারত অনেক এগিয়েছে।’ 

দীপিকার বলেন, ‘আমার গায়ের রং ও উচ্চারণ নিয়ে তাদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।’

২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’-এ অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হয় দীপিকার। তবে নিজের পরিচয় বিক্রি করে জনপ্রিয় হওয়ার রাস্তা বেছে নেননি বলে অনুষ্ঠানে জানান দীপিকা। তিন বলেন, ‘আমি জানতাম, আমার বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে কিছু করব না। তাই সময় বেশি লেগেছে। কিন্তু আমার চলার পথে আমি আমার নিয়মে এগিয়েছি।’

২০২০ সাল থেকে দীপিকা লুই ভ্যুটন–এর সঙ্গে যুক্ত। গত সেপ্টম্বরে গ্লোবাল আইকন হিসেবে লুই ভ্যুটন (এলভিএএইচ প্রাইজ ২০২৫) এর জুরি সদস্য হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তিনিই প্রথম ভারতীয় যিনি এই দায়িত্ব পেলেন। এছাড়া, কান চলচ্চিত্র উৎসবে ব্র্যান্ডটির মোট মিডিয়া ইমপ্যাক্ট ভ্যালুর ২৫ শতাংশের বেশি এসেছে দীপিকার উপস্থিতি থেকে। 

দীপিকা বলেন, ‘সানসেট বুলেভার্ডে একজন ব্রাউন নারীকে (দীপিকা) বিলবোর্ডে দেখা, শুধু আমার নয় প্রত্যেক ভারতীয় নারীর জন্য গর্বের বিষয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *