নাহিদ রানা, শান্তকে নিয়ে এশিয়া কাপের প্রাথমিক দল

গত মে-জুনে পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর আর টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি নাহিদ রানা। ওই সফরের পর থেকেই এই সংস্করণে দলের বাইরে নাজমুল হোসেন শান্ত। ফেরার লড়াইয়ে কিছুটা আশার আলো তারা দেখতে পারেন। সামনে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ ও পরে এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন দুজন।

২৫ ক্রিকেটারকে নিয়ে গড়া হয়েছে এই প্রাথমিক দল। বুধবার থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প দিয়ে শুরু প্রস্তুতি পর্ব।

ছুটিতে থাকা কোচরা ঢাকায় ফিরবেন ১০ থেকে ১২ অগাস্টের মধ্যে। ১৫ অগাস্ট শুরু স্কিল ক্যাম্প। এরপর ২০ অগাস্ট থেকে প্রস্তুতি চলবে সিলেটে।

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সিলেটেই। সেটির সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ২৬ অগাস্ট ডাচরা আসতে পারে বলে জানা গেছে।

এই প্রাথমিক দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ ‘এ’ দলে থাকা পাঁচ ক্রিকেটার- নুরুল হাসান সোহান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, হাসান মাহমুদ ও মাহিদুল ইসলাম অঙ্কন। তারা ঢাকা ছাড়বেন বৃহস্পতিবার। ডাচদের বিপক্ষে সিরিজের আগে এই প্রস্তুতি পর্বে তাই তারা থাকতে পারবেন না। তবে এশিয়া কাপের জন্য বিবেচনায় রাখা হবে তাদের।

জাতীয় দলে কখনও না খেলা কোনো ক্রিকেটার এই প্রাথমিক দলে নেই। অঙ্কন ছাড়া সবাই নানা সময়ে টি-টোয়েন্টি খেলেছেন বাংলাদেশের হয়ে।

এশিয়া কাপ শুরু আগামী ৯ সেপ্টেম্বর। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সবগুলি ম্যাচই আবু ধাবিতে।

প্রাথমিক দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নুরল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *