এক বছর পূর্ণ করেছে বলিউডের তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের একমাত্র সন্তান দুয়া পাডুকোন সিং। অবশেষে প্রথমবারের মতো কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন দীপিকা ও রণবীর।
প্রায় এক বছর আগে প্রথম দীপাবলিতেই মেয়ের নাম জানিয়েছিলেন এই তারকা দম্পতি। এ বছর উৎসবের আবহে দেখালেন মেয়ের মুখও। ছবিতে দীপাবলির সাজে একসঙ্গে ধরা দিয়েছেন মা, বাবা ও কন্যা। এদিন মায়ের সঙ্গে রং মিলিয়ে ছোট্ট দুয়া পরেছে লাল রঙের জমকালো চুড়িদার। পরনে রয়েছে মানানসই সোনার গয়না। দীপাবলির উৎসব ঘিরেই সাজে এক সাদৃশ্য তৈরি করেছেন মা ও মেয়ে। দুয়ার মাথায় দু’পাশে ছোট ঝুঁটি বেঁধে দিয়েছেন দীপিকা। অন্যদিকে, রণবীরের পরনে ছিল সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি।
ছবিগুলো প্রকাশের পর অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এ যেন উৎসবের চমক। কেউ বলছেন, দুয়া হুবহু দীপিকার মতো দেখতে; আবার কেউ বলছেন, মেয়ের মুখে রণবীরের ছাপ স্পষ্ট।