সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। চলতি মাসেই যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও খেলেছে আলবিসেলেস্তেরা। প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো। এবার নভেম্বরের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করেছে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ১৪ নভেম্বর তারা আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেবে। অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে বিশেষ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার মাটিতেই। এই ম্যাচের জন্য লিওনেল স্কালোনির দল স্পেনে একটি অনুশীলন ক্যাম্প করবে বলে জানা গেছে।
ম্যাচ শেষে ইউরোপে ফিরে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন চালাবে তারা, যেদিন শেষ হবে ওই ফিফা উইন্ডো। ২০২৬ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চুক্তিও করেছে আর্জেন্টিনা, যা তাদের বিদায়ী ম্যাচ হিসেবে বিবেচিত হবে।
আগামী বছর ‘ফিনালিসিমা’তে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এখনো তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ম্যাচটি ২০২৬ সালের ২৮ মার্চ, শনিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে।