নতুন সম্পর্ক থেকে নতুন কিছু শেখার সুযোগ থাকে: মিথিলা

দেশের বিনোদন অঙ্গনের মেধাবী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি সম্পর্ক থেকে তাঁর শেখার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মানুষের জীবনে প্রতিটি নতুন সম্পর্কই নতুন কিছু শেখার সুযোগ নিয়ে আসে।

সম্পর্ক থেকে তাঁর প্রাপ্তি জানতে চাওয়া হলে মিথিলা বলেন, “আমার মনে হয় সব মানুষই সম্পর্ক থেকে অনেক কিছু শেখে। সেটা হতে পারে বাবা-মায়ের সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, বন্ধুদের সাথে সম্পর্ক, পার্টনারের সাথে সম্পর্ক। প্রত্যেক মানুষেরই নতুন নতুন সম্পর্ক থেকে নতুন নতুন কিছু শেখার সুযোগ থাকে।”


উপস্থাপিকার প্রশ্নের জবাবে মিথিলা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেখা বিষয়টি তুলে ধরেন। বিশেষত, সন্তানের সঙ্গে সম্পর্ক থেকে তাঁর শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা মনে করি ছোট শিশুরা হয়তো কিছুই বোঝে না। ওদের মতামত বা প্রাইভেসি বলে কিছু থাকা উচিত না। সবকিছু বাবা-মাকে জানতে হবে, সবকিছু তাদেরই নিয়ন্ত্রণ করতে হবে। বিষয়টি সেরকম না।”

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শিখেছি আমার সন্তানের সঙ্গে সম্পর্কটা প্রচণ্ড দ্বিপাক্ষিক, বোঝাপড়ার এবং বন্ধুত্বের। ও যেন আমাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পারে এবং আমিও যেন ওকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে না পারি। ভালোমন্দ অবশ্যই দেখব। কিন্তু সেইসঙ্গে সন্তানের মতামতের গুরুত্বটা দেওয়াও খুব দরকার।”

তবে অনুষ্ঠানে স্বামী সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে জানতে চাওয়া হলেও মিথিলা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *