নজরুলের জীবনের রঙিন ক্যানভাসে নির্মিত ‘বায়োগ্রাফি অব নজরুল’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন স্বাধীনতা, বিদ্রোহ এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার এক অনন্য প্রেরণার বাতিঘর। মাত্র ২৩ বছরের সাহিত্যজীবনে অসংখ্য কবিতা, গান, নাটক ও গল্প রচনা করে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্বর্ণালি অধ্যায় সৃষ্টি করেছেন। বাংলা সাহিত্যের ‘বিদ্রোহী কবি’ কাজী নজরুল ইসলাম একজন কবি, সংগীতজ্ঞ, সাংবাদিক, সৈনিক ও মানবতাবাদী। তাঁর জীবন ছিল বৈচিত্র্যে ভরপুর, সংগ্রাম ও সৃষ্টিশীলতায় অনন্য। এই বহুমাত্রিক জীবনের প্রতিটি অধ্যায়কে পর্দায় তুলে ধরতে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’।

ডকুফিল্মটি নির্মাণ করেছেন ফেরদৌস খান। প্রযোজনা করেছেন ড. আল আমিন খান। এতে নজরুলের শৈশবের দারিদ্র্য, সেনাবাহিনীর জীবনে প্রবেশ, সাহিত্যচর্চা, ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণ এবং শেষে নীরবতা—সবই এসেছে সুনিপুণভাবে।

কবির জীবনের সেই কথাগুলোকেই নতুন করে তুলে ধরা হয়েছে শব্দের অসাধারণ মেলবন্ধনে। যা নজরুলজীবনের পটভূমি, তাঁর সংগ্রাম, প্রেম, প্রতিবাদ এবং সৃষ্টিশীলতার অনন্য উপস্থাপন।

ডকুফিল্মটির প্রযোজক ড. আল-আমিন খান বলেন, ‘আমাদের জাতীয় কবি নজরুল ইসলামকে নিয়ে ছোট ছোট ডকুমেন্টারি ইউটিউবে অনেক পাওয়া যায়। কেউ হয়তো করেছে—কুমিল্লায় নজরুল, ত্রিশালে নজরুল, কলকাতায় নজরুল বা ঢাকায় নজরুল।

আমার মনে হলো একটা পরিপূর্ণ বায়োগ্রাফি দরকার। যে মানুষগুলো ব্যক্তি নজরুল সম্পর্কে জানেন, তাঁরা বেঁচে থাকতে নজরুলকে নিয়ে একটা পরিপূর্ণ ফিল্ম হওয়া উচিত। সেই ভাবনা থেকেই বছর পাঁচেক আগে এ বায়োগ্রাফি করার উদ্যোগ নিই। ডকুফিল্মটিতে প্রফেসর ড. রফিকুল ইসলাম, প্রফেসর ড. আনিসুজ্জামান, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীসহ অনেক গুণীজনের মূল্যবান সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ডকুফিল্মটি চিত্রায়িত হয়েছে নজরুলের জন্মস্থান চুরুলিয়া থেকে শুরু করে ত্রিশাল, কলকাতা এবং ঢাকাসহ বিভিন্ন স্মৃতিবিজড়িত স্থানে।’

২০২০ সালের ২০ নভেম্বর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে প্রিমিয়ার শোর মাধ্যমে ডকুফিল্মটি আনুষ্ঠানিক মুক্তি পায়। ২০২১ সালের ২৫ মে এটি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয় এবং ২০২৩ সালে মিশিগান ও নিউইয়র্কে প্রদর্শিত হয়।

২০২৪ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ফোবানা ফিল্ম ফেস্টে ‘বায়োগ্রাফি অব নজরুল’ দেখানো হয়।

আজ রোববার কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে দর্শকেরা নজরুলের জীবন ও কর্ম সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি লাভ করেন। সন্ধ্যায় প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজ এবং প্রথম আলো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ডকুফিল্মটি প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *