দুই বন্ধুর দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝি নিয়ে ফ্ল্যাশ ফিকশন

গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ফিরছেন নতুন নির্মাণ ‘পারফেক্ট ওয়াইফ’ নিয়ে। রোমান্টিক কমেডি ধাঁচের এই ফ্ল্যাশ ফিকশনটি ২৩ অক্টোবর থেকে চরকিতে দেখা যাবে। আজ প্রকাশ করা হয়েছে ‘পারফেক্ট ওয়াইফ’-এর ট্রেলার।

সেখানে দেখা গেছে, এক দম্পতি তার বিবাহিত বন্ধুর বাড়িতে বেরাতে যায়। তারপর থেকেই শুরু হয় নানান ঘটনা। দুই দম্পতির মধ্যে ভালোবাসা থাকলেও ধীরে ধীরে তৈরি হতে থাকে কলহ। ভালোবাসা ও বোঝাপড়ার মাঝেই তৈরি হয় ভুল বোঝাবুঝি।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘পারফেক্ট ওয়াইফ বলতে আমরা যা বুঝি, তা আসলে এক ধরনের পুরুষালি মানদণ্ড। সেই ধারণাকেই মজার ভঙ্গিতে প্রশ্ন করেছি এই গল্পে।’

‘মনপুরা’, ‘স্বপ্নজাল’, ‘পাপ পুণ্য’ ও ‘গুণিন’-খ্যাত এই নির্মাতা জানান, তরুণ-নবীনদের নিয়েই তিনি এবার কাজ করেছেন। সিনেমাটির সিনেমাটোগ্রাফার, এডিটর, মিউজিক ডিরেক্টর–সবাই প্রথমবারের মতো ফিকশনে কাজ করছেন।

গল্পের চার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, আরিয়ানা জামান, মীর রাব্বি ও জৌপারী লুসাই। দীপ বলেন, “গল্পটা পারফেক্ট শব্দটাকে জাস্টিফাই করার জন্য নয়; বরং দেখাবে, জীবনে কিছুই পারফেক্ট নয়। শেষে দারুণ টুইস্ট আছে।”

অভিনেত্রী আরিয়ানা জামান বলেন, ‘গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। দাম্পত্য জীবনের খুনসুটি ও বোঝাপড়ার বিষয়গুলো মজারভাবে এসেছে গল্পে।’

চরকি ও আলফা-আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত ‘পারফেক্ট ওয়াইফ’ হলো প্ল্যাটফর্মটির চতুর্থ ফ্ল্যাশ ফিকশন। 

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের ছোট ছোট মুহূর্তের সিনেম্যাটিক বর্ণনা, যার প্রভাব অনেক গভীর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *