এশিয়া কাপ ২০২২-এর ফাইনাল জয়ের এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো চ্যাম্পিয়ন ট্রফি বুঝে পায়নি। এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে রাজনৈতিক সংঘাতের জেরে সৃষ্ট এই অচলাবস্থা নিয়ে বিসিসিআই এখন কঠোর অবস্থানে।
বিসিসিআই আশা করছে, ‘আগামী দুই দিনের মধ্যে’ ট্রফিটি মুম্বাইয়ে তাদের সদর দপ্তরে পৌঁছে দেওয়া হবে। যদি তা না হয় এবং পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তবে আগামী মঙ্গলবার দুবাইয়ে আইসিসির ত্রৈমাসিক সভায় বিষয়টি উত্থাপন করবে বিসিসিআই।
গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকৃতি জানায়।
এসিসি সভাপতি মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও আছেন। ভারত মনে করে, গত এপ্রিলে পেহেলগামের হামলাকে কেন্দ্র করে যে সামরিক সংঘাত শুরু হয়েছিল, তাতে নাকভির মদদ ছিল।
ভারতীয় দল রাজি না হওয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি দেওয়া হয়নি। নাকভির নির্দেশে ট্রফিটি দুবাইয়ে এসিসির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
সর্বশেষ খবর অনুযায়ী, এসিসির সদর দপ্তর থেকে ট্রফিটি সরিয়ে আবুধাবির এক অজানা ঠিকানায় নিয়ে যাওয়া হয়েছে, যা শুধু মহসিন নাকভি জানেন। নাকভি শর্ত দিয়েছেন, ট্রফি নিতে হলে ভারতীয় দলের কাউকে এসিসির দপ্তরে এসে নিতে হবে।
এশিয়া কাপ ফাইনালের দুই দিন পর এসিসির সভায়ও ট্রফির প্রসঙ্গ উঠলেও কোনো সমাধান মেলেনি। এ নিয়ে বিসিসিআইয়ের যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া হতাশা প্রকাশ করেছেন।
সাইকিয়া বার্তা সংস্থা পিটিআইকে বলেন, হ্যাঁ, এক মাস পেরিয়ে যাওয়ার পরও ট্রফিটি না দেওয়ায় আমরা কিছুটা অখুশি… আমরা আশা করছি, এক বা দুই দিনের মধ্যে মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে ট্রফিটি পৌঁছে যাবে।
তিনি আরও নিশ্চিত করেন যে ট্রফি দ্রুত হস্তান্তর করা না হলে আগামী মঙ্গলবার আইসিসির সভায় বিষয়টি তুলবে বিসিসিআই, যা ত্রৈমাসিক সভাটিকে উত্তপ্ত করতে পারে।
সাইকিয়া আত্মবিশ্বাসী যে ট্রফি ভারতে ফিরবেই, তিনি যোগ করেন: “আমরা পাকিস্তানের বিপক্ষে সব ম্যাচ জিতেছি এবং ট্রফিও জিতেছি। আমরা চ্যাম্পিয়ন। সবকিছুই রেকর্ডে আছে, শুধু ট্রফিটাই নেই। আশা করি শুভবুদ্ধির উদয় হবে।”
এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের উত্তেজনাও ছিল লক্ষণীয়। গ্রুপ পর্বে টসের সময় দুই দলের অধিনায়কের হাত না মেলানো, এবং ভারতের জয়ের পর খেলোয়াড়দের পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এই তিন ম্যাচেই পাকিস্তানকে হারায় ভারত, যার প্রতিবাদে পাকিস্তান দল পুরস্কার বিতরণী ও সংবাদ সম্মেলন বর্জন করে। উল্লেখ্য, আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ একজন ভারতীয় ক্রিকেট সংগঠক।