ত্রিতরঙ্গের মরমীয়া সন্ধ্যা

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ আয়োজিত লোকজ আঙ্গিকের আবৃত্তি ও সংগীতানুষ্ঠান মরমীয়ায় প্রধান অতিথির বক্তব্যে নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী বলেছেন, মরমি গান এদেশের মাটি ও মানুষের মননের খুব গভীরে মিশে আছে। আমাদের লোকসংস্কৃতির শেকড় ও এর ভিত এতই মজবুত যে, চাইলেই সেটা উপড়ে ফেলা সম্ভব নয়।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে অনুষ্ঠিত ত্রিতরঙ্গের এই ‘মরমীয়া’ সন্ধ্যায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক লেখক খন রঞ্জন রায়। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব আক্তার কামাল চৌধুরী।

অনুষ্ঠানে লালন শাহ, হাছন রাজা, শাহ আবদুল করিমসহ বিভিন্ন লোকসংগীত পরিবেশন করেন শিল্পী আফতাব উদ্দিন এ ডিকেন্স ও হোমায়রা আদিবা ভুঁইয়া। আবৃত্তি পরিবেশন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী শাহেলা শারমিন শাম্মী। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ত্রিতরঙ্গের অন্যতম উদ্যোক্তা কবি ও নাট্যকার শহিদ মিয়া বাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *