ঢাকায় পাকিস্তানি শিল্পী আলী আজমতের কনসার্ট ১৪ নভেম্বর

ছয় মাসের মাথায় আবারও পাকিস্তানি ব্যান্ড জুনুনের শিল্পী আলী আজমতের ঢাকায় কনসার্টের ঘোষণা এসেছে। খবর বিডিনিউজের।

কনসার্ট আয়োজক ‘অ্যাসেন বাজ’ নামের প্রতিষ্ঠানের ফেইসবুক পেইজে বলা হয়েছে, ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আগামী ১৪ নভেম্বর ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ কনসার্টে গাইবেন শিল্পী। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে আসার ঘোষণা দিয়েছিলেন। গত মে মাসে কনসার্টটি হওয়ার কথা থাকলেও সেতা পিছিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গেট সেট রক ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে কনসার্টের টিকেট। আলী আজমত ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা গেয়েছেন পাকিস্তানের ‘জুনুন’ নামের ব্যান্ডে। ওই সময় থেকে তার খ্যাতি ছড়ায় ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। এরপর ২০০৬ সালে ‘সোশ্যাল সার্কাস’ নামের আরেকটি ব্যান্ড গড়েন তিনি।

তৃতীয়বারের মত বাংলাদেশে আসছেন এই শিল্পী। তিনি ঢাকায় শেষবার কনসার্ট করেন ২০১৯ সালে ফোকফেস্টে। ১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট নয়টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। এই ব্যান্ডের জনপ্রিয় কিছু গানের মধ্যে হল ‘সাইওনি’, ‘জাজবা–ই–জুনুন’, ‘সায়িন’, ‘খুদি’। প্রতিষ্ঠার পর থেকে ‘সোশ্যাল সার্কাস’ ব্যান্ডও বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছে। ব্যান্ডের পাশাপাশি আজমত গান গেয়েছেন বলিউডেও। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’ গানটি তার গাওয়া। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ গানে কণ্ঠ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *