নিরাপত্তার কারণ দেখিয়ে গেল সপ্তাহে রাজধানীতে পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট বাতিল হলেও এই গায়ক ঢাকায় এসে একের পর এক ‘প্রাইভেট শোয়ে’ গান শোনাচ্ছেন এই শিল্পী। বৃহস্পতিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিজ’ শীর্ষক অনুষ্ঠানে গান শুনিয়েছেন আতিফ। প্রতিষ্ঠানটির ফেইসবুক পেইজ ‘ক্যাম্পাসিয়ান এডমিশন কেয়ারের’ বেশ কিছু পোস্টে বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত হয়েছে এই কনসার্টের ছবি এসেছেন। খবর বিডিনিউজের।
শামিমা আলম লাবিজা নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের কনসার্ট আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড থেকে। এক রাতের মধ্যে আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী, ফ্যাকাল্টি ও ট্রাস্টি বোর্ড সদস্যদের জন্যই করা হয়েছে। কনসার্টের কোনো টিকেট মূল্য ছিল না। যারা এআইইউবির রেজিস্টার শিক্ষার্থী সেভাবেই কড়াকড়ি ভাবে আমাদের ভিতরে প্রবেশ করানো হয়েছে। আতিফের আগে এই কনসার্টে গান শোনান দেশের সংগীতশিল্পী মিনার রহমান।
এর আগে গত ১৫ ডিসেম্বর ঢাকার একটি ক্লাবে প্রাইভেট শোয়ে পারফর্ম করেন আতিফ। ‘দ্য ফাইনাল নোট : আতিফ আসলাম’ শিরোনামের এ কনসার্টের ছবি ভিডিও ঘুরছে ফেইসবুকে। ওই কনসার্টেও শুধু ক্লাবের সদস্যরাই আমন্ত্রিত ছিলেন। এছাড়াও ১৭ ডিসেম্বরও আরেকটি শোয়ে পারফর্ম করেছেন এই গায়ক।
ঢাকায় আতিফের ঘুরে বেড়ানোর ভিডিও ঘুরছে সোশাল মিডিয়ায়। একটি ভিডিওতে দেখা যায়, ক্রিকেট খেলায় মেতেছেন তিনি। গেল ১৩ ডিসেম্বর ‘মেইন স্টেজ ইনকের’ আয়োজনে একটা কনসার্ট হওয়ার কথা ছিল পূর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে কনসার্ট বাতিল করা হয়। এর মধ্যে আতিফ আসলামের কনসার্ট বাতিলের পরও টিকেটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে আয়োজক প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতাসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার এক পোস্টে কনসার্টের একটি ছবি দিয়ে আতিফ লিখেছেন, শিগগিরই এই কনসার্টটি হচ্ছে। যারা ১৩ ডিসেম্বরের জন্য টিকেট কেটেছিল তাদের নতুন করে টিকেট কাটতে হবে না। ক্ষমতার পট পরিবর্তনের পর আগের মৌসুমে ঢাকায় বেশ কয়েকটি কনসার্ট হলেও এবার পরিস্থিতি ভিন্ন; ‘রাজনৈতিক পরিস্থিতির’ কথা বলে অনুমতিই দিতে চাইছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাতে একের পর এক কনসার্ট স্থগিত হচ্ছে। বিদেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান পরিকল্পনার পর এসব আয়োজন বাতিল হওয়ায় একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন আয়োজকরা, অন্যদিকে টিকেটের টাকা ফেরত না পেয়ে ভোগান্তিতে পড়ছেন দর্শকরাও। তবে এর মধ্যে সুবিধা করে নিচ্ছেন এক শ্রেণির মানুষ; তারা স্থগিত হওয়া কনসার্টের শিল্পীদের দিয়ে আয়োজন করছেন ‘প্রাইভেট কনসার্ট’। এসব বিষয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি কোনো কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা অনুবিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আপাতত দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কোনো কনসার্টের অনুমতি দেওয়া হচ্ছে না। কয়েক দিনে ৫–৬টি আবেদন এসেছে, তা ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রায় দেড় মাস হলো এই অনুমোদন দেওয়া বন্ধ রয়েছে। তার আগে ১০–১২টি অনুমোদন দেওয়া হয়েছে।