জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের জন্য। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পাওয়ার পর, দ্বিতীয় ম্যাচে তারা জিম্বাবুয়েকে বড় ব্যবধানে পরাজিত করেছিল। কিন্তু তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে বাংলাদেশের যুবারা। বাজে ব্যাটিংয়ের ফলস্বরূপ আজিজুল হাকিমের নেতৃত্বাধীন দল ৫ উইকেটে হেরেছে। টানা দুই জয়ের পর হারের ফলে পয়েন্ট টেবিলে তারা এখন দ্বিতীয় স্থানে নেমে এসেছে।
৩১ জুলাই, বৃহস্পতিবার হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভার ব্যাট করে ১৭৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। শুরুর দিকে ২২ রানে দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে তারা। এরপর অধিনায়ক আজিজুল হাকিম রিজন হোসেনের সাথে মিলে চাপ সামলানোর চেষ্টা করেন। ৩৮ বল খেলে ১৭ রান করা রিজন আউট হলেও, আজিজুল ৫৯ রান করেন। তবে তাঁর বিদায়ের পর বাংলাদেশের ব্যাটিং আরও ভেঙে পড়ে। তারা শেষ ৬ উইকেট হারিয়ে ৫৮ রানে অলআউট হয়। একমাত্র কালাম সিদ্দিকী ৪৯ রানে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকা রান তাড়ায় নেমে শুরুতে ধাক্কা খায় আল ফাহাদের সোনালি বল দিয়ে, তবে এরপর আরমান ম্যানাক এবং মোহাম্মদ বুলবুলিয়ার জুটির মাধ্যমে খেলা ঘুরে যায়। ম্যানাক ৫৭ রান করে আউট হলেও, অধিনায়ক রোলেসের ৪১ রান এবং ভিহান প্রিটোরিয়াসের ২২ বলে ২১ রানে দলকে জয় এনে দেয়। দক্ষিণ আফ্রিকা ৩৬.৫ ওভারে লক্ষ্য অর্জন করে।
আগামী ম্যাচে, বাংলাদেশের যুবারা জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে খেলবে।