জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫ আয়োজনের ঘোষণা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের নয়টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫। বুধবার (২০ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল আলম এ তথ্য জানিয়েছেন।

সচিব জানান, প্রতিযোগিতার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি আগামী সেপ্টেম্বর মাসে শেষ হবে। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশ ২.০ : তারুণ্যের নেতৃত্বে আগামীর পথে’। অংশগ্রহণকারীরা ধারণাপত্র জমা দিয়ে শুরু করবেন, এরপর নির্বাচিত দলগুলো পূর্ণাঙ্গ নীতিপত্র প্রস্তুত করে উপস্থাপনা করবে। বিজয়ীরা পুরস্কৃত হওয়ার পাশাপাশি, তাদের নীতিপত্রগুলো সরকারিভাবে পলিসি প্রণয়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে।

প্রতিযোগিতার বিষয়বস্তুগুলো হচ্ছে:
১. কৃষি, নদী এবং আমাদের উন্নয়নের গতিপথ
২. গুজব মোকাবিলা
৩. বর্ষা বিপ্লবের নারীদের ভূমিকা
৪. রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ
৫. বর্ষা বিপ্লবের যোদ্ধাদের ধারাবাহিকতা নির্মাণ
৬. বর্ষা বিপ্লব
৭. আমাদের তরুণ, আমাদের ভবিষ্যৎ
৮. জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা
৯. দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা ও সাংস্কৃতিক সংযোগ
১০. স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা

সচিব বলেন, রাষ্ট্রের নীতি নির্ধারণী প্রক্রিয়া এবং রাষ্ট্র পরিচালনায় তরুণদের অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নীতিগত অগ্রগতি, যা তরুণদের চিন্তাভাবনা, মননশীলতা এবং গবেষণাধর্মী দক্ষতা দিয়ে সম্ভব।

তিনি আরও বলেন, এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং আগামী প্রজন্মের নেতৃত্বে একটি বিনিয়োগ। তরুণদের বুদ্ধিবৃত্তিক অংশগ্রহণই বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ, যা বাংলাদেশ ২.০ বাস্তবায়নের ভিত্তি তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *