বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত চট্টগ্রাম রিজিয়নাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে গতকাল স্বাগতিক চট্টগ্রাম তাদের তৃতীয় ম্যাচে হেরে গেছে। সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইস্পাহানী ফেনী ১৫ রানে চট্টগ্রামকে হারায়।
ফেনী প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে জিল্লুর রহমান ৫১ বলে ৭৪ রান করেন। চট্টগ্রামের বোলার রিফাত ১২ রানে ৩ উইকেট নেন। চট্টগ্রাম ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১২৪ রানে থামে। কপিল ১৫ বলে ২৯ রান করেন। ফেনী দলপক্ষ থেকে ৩টি করে উইকেট নেন মিনহাজ সাকিব এবং শাহরিয়ার আহমেদ। ম্যাচ সেরা নির্বাচিত হন জিল্লুর রহমান।

এরপর কন্টিনেন্টাল খাগড়াছড়ি ১০২ রানে অলআউট হয়ে গেলে চাঁদপুর ২ উইকেটের ব্যবধানে জয় পায়। চাঁদপুরের পক্ষে তোফায়েল ২১ রান করেন। কুমিল্লা ১৭ রানে বান্দরবানে জয়ী হয়। কুমিল্লার রুবেল মিয়া ৫০ বলে ৫৭ রান করেন। শেষ ম্যাচে, বি-বাড়িয়া কক্সবাজারকে ৯ উইকেটে পরাজিত করে। বিজয়ী দলের আশফাক আহমেদ অপরাজিত ৪৯ বলে ৭৪ রান করেন।

অপর ম্যাচগুলোতে কুমিল্লা, চাঁদপুর এবং বি-বাড়িয়া গুরুত্বপূর্ণ জয় পায়।