হলিউড সুপারস্টার টম ক্রুজ এবং অভিনেত্রী আনা দে আরমাস প্রায় নয় মাসের সম্পর্কের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, টমের নিয়ন্ত্রণমূলক আচরণ এবং বয়সের ব্যবধানই আনার জন্য সম্পর্কের শেষ প্রেক্ষাপট তৈরি করেছে।
তবে সম্প্রতি জানা গেছে, টম ক্রুজ এখন একাকীত্বে আটকে থাকবেন না। ঘনিষ্ঠদের মতে, তিনি নতুন সম্পর্কের দিকে সক্রিয়ভাবে আগ্রহী এবং নতুন কাউকে জীবনসঙ্গী হিসেবে খুঁজতে প্রস্তুত।
ঘনিষ্ঠদের এক সূত্র জানিয়েছে, টম ভেঙে পড়েছেন, কিন্তু দীর্ঘ সময় মন খারাপের চেতনায় থাকেন না।
তাদের মতে, আনার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পরও তিনি নিজেকে নতুন সম্ভাবনার জন্য খুলে রাখতে চাইছেন।
উল্লেখ্য, ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ‘নক আউট’, ‘নো টাইম টু ডাই’ ও অ্যাকশন মুভি ‘ব্যালেরিনার’ খ্যাত অভিনেত্রী আনা ডে আরমাস। সেই সম্পর্ক ভাঙার পর অভিনেতা পল বুকেডাকিসের সঙ্গে প্রেম হয় আরমাসের, তবে সেই সম্পর্কও টেকেনি।
অন্যদিকে ২০১২ সালে কেটি হোমসের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর অনেকের সঙ্গেই টমের প্রেমের কথা শোনা গেছে। কোনো সম্পর্কেই থিতু হননি ‘মিশন: ইমপসিবল’ তারকা।