কাপ্তাইয়ে তোফাজ্জল হোসেন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাপ্তাইয়ের সৈয়দ শামসুদ্দীন আহমেদ তিবরিজী সংঘ আয়োজিত তোফাজ্জল হোসেন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. রোজউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক মো.আনিছুর রহমান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ–সভাপতি নুরুল আফছার বাবুল, সনাতনী যুব পরিষদের সাধারন সম্পাদক অভি সাহা এবং কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সহ–সভাপতি রজব আলী রাজু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আবু ইউসুফ মজুমদার। খেলার শুরুতে উভয় খেলোয়াড়দের সাথে পরিচিত হন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. রুহুল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *