এবার সাঙ্গাকারাকে টপকে গেলেন কোহলি

কদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাবেক লঙ্কান ব্যাটার কুমার সাঙ্গাকারাকে টপকে গেছেন ভিরাট কোহলি। ভারতীয় এ তারকা ব্যাটার অবস্থান করছেন তালিকার দ্বিতীয় স্থানে।

শনিবার (২৫ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে এ কীর্তি গড়েন ভিরাট।

১৮ হাজার ৪২৬ রান নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার। কুমার সাঙ্গাকারার সংগ্রহ ১৪ হাজার ২৩৪ রান। চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে রিকি পন্টিং ও সনাথ জয়াসুরিয়া।

শুধুমাত্র ভারতীয় ব্যাটারদের মধ্যে শচীন-কোহলির পরেই রয়েছেন রোহিত শর্মা ও সৌরভ গাঙ্গুলি।

এদিন, টস জিতে আগে ব্যাট করতে নেমে সফরকারী ভারতকে ২৩৭ রানে টার্গেট দেয় অজিরা। জবাবে, কোহলি-রোহিতের ব্যাটে ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে মেন ইন ব্লু’রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *