মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নিশ্চিতের ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। সিরিজে ফেরার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ হয়নি আফগানদের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রানের পুঁজি পায় রশিদ খানের দল।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ ১ ম্যাচ বাকি থাকতেই দুই উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। অন্যদিকে আফগানিস্তানের জন্য এটি সিরিজে ফেরার ম্যাচ হলেও শেষ পর্যন্ত হার নিয়ে ফিরতে হলো।