গত বছরের রেকর্ডটি আজ ভেঙে দিয়েছেন পারভেজ হোসেন ইমন। তার ওপেনিং সঙ্গী তানজিদ হাসান তামিমও এই রেকর্ডে অংশীদার হয়ে ইতিহাসে নাম লেখালেন। আজকের ম্যাচে তারা একসাথে বাংলাদেশের জন্য এক বছরের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন।
ইনিংসের চতুর্থ ওভারে পল ফন মিকেরেনকে ছক্কা হাঁকিয়ে প্রথম রেকর্ডটি নিজের করে নেন ইমন, যিনি গত বছর ২১টি ছক্কা হাঁকিয়ে এই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। কিন্তু তানজিদ হাসান তামিমও কম যান না। তিনি ইনিংসের ৯ ও ১২তম ওভারে দুটো ছক্কা মেরে এই রেকর্ডটিকে নিজের নামে করেন। ২০২৫ পঞ্জিকাবর্ষে তার ছক্কা সংখ্যা এখন ২৩টি, যা বাংলাদেশের হয়ে এক বছরে সবচেয়ে বেশি।
তামিমের এই কীর্তির পাশাপাশি, দলের জয়ও নিশ্চিত হয়, যা তাদের টানা তৃতীয় সিরিজ জয় নিশ্চিত করে। তার ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটির সাথে এটি ছিল তার শেষ পাঁচ ইনিংসে তৃতীয় ফিফটি। এশিয়া কাপের আগে এই ধরনের রেকর্ড তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।