শেষ এক দশকে সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবকে যে গানে পাওয়া যায়নি তা নয়। তিনি কোক স্টুডিও বাংলার সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে আছেন। দেশে এবং কলকাতার মঞ্চেও গান করেছেন। কিন্তু এই শিল্পী ও সুরকার নতুন কোনো অ্যালবাম উপহার দেননি তার দর্শকদের। অবশেষে অপেক্ষা ফুরিয়েছে। পূর্ণাঙ্গ মৌলিক অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন শায়ান চৌধুরী অর্ণব। এই শিল্পীর ইচ্ছে ছিল কবিতায় সুর দিয়ে তৈরি গান বাঁধবেন। সেই ইচ্ছা পূরণ করে অর্ণব নিয়ে আসছেন ‘ভাল্লাগেনা’ শিরোনামে অ্যালবাম। আজ বৃহস্পতিবার অর্ণবের নিজস্ব রেকর্ড লেবেল ‘আধখানা মিউজিক’ থেকে প্রকাশ পাবে অ্যালবামটি। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যালবামটি প্রকাশ করা হবে। খবর বিডিনিউজের।
বিজ্ঞপ্তিতে আধখানা মিউজিক জানিয়েছে, অ্যালবামে গান থাকবে মোট আটটি। এর মধ্যে কয়েকটি গান কবিতার অনুপ্রেরণায় তৈরি। বাকি গানগুলো অর্ণব ও তার গীতিকার বন্ধুদের লেখা। আটটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণব।
নতুন অ্যালবাম নিয়ে অর্ণব বলেন, ১০ বছর পর নতুন অ্যালবাম আসছে। কাজটা নিয়ে ভেতরে ভেতরে আমি ভীষণ উচ্ছ্বসিত। অনেক দিনের ইচ্ছা ছিল কবিতা নিয়ে কাজ করার। সঙ্গে আরো আছে আমার বন্ধু তৌফিক ও রাজীবের লেখা গান। আশা করছি সবার ভালোই লাগবে। অ্যালবামের গানগুলো অর্ণবের অফিশিয়াল স্পটিফাই চ্যানেলে প্রকাশ হবে। অর্ণবের সর্বশেষ পূর্ণাঙ্গ মৌলিক গানের অ্যালবাম ‘খুব ডুব’ প্রকাশ হয়েছিল ২০১৫ সালে। এরপর আরো দুটি অ্যালবাম ‘অন্ধ শহর’ ও ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২’ প্রকাশ হয়েছিল। অ্যালবাম দুটির একটি রিমেক, আরেকটিতে ছিল পুরনো গানের সমন্বয়। এর আগে প্রকাশ হওয়া অর্ণবের অ্যালবামের মধ্যে রয়েছে ‘চাইনা ভাবিস’ (২০০৫), ‘হোক কলরব’ (২০০৬), ‘ডুব’ (২০০৮), ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ’ (২০০৯), ‘রোদ বলেছে হবে’ (২০১০), ‘আধেক ঘুমে’ (২০১২)।