আবার পর্দায় ফুলন দেবীর গল্প, বদল মানতে পারছেন না পরিচালক

দস্যু রানি’ নামেই তিনি বেশি পরিচিত। ১৯৬৩ সালে মাল্লা বর্ণের এক পরিবারে তাঁর জন্ম। নানা অবিচারের শিকার হয়ে বাধ্য হয়ে ‘ডাকু’ জীবন গ্রহণ করতে হয় তাঁকে। তিনি ফুলন দেবী। ভারতের উত্তর প্রদেশের বেহমাইগাঁও গ্রামে ধর্ষণের শিকার হন, ১৯৮১ সালে সেই গ্রামের ২২ জনকে ডাকাতেরা হত্যা করে। হত্যার জন্য ফুলনকে অভিযুক্ত করা হয়। ২০ বছরেরও কম বয়সের প্রায় নিরক্ষর এক তরুণী হয়েও তিনি ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। তাঁর অবিশ্বাস্য জীবন নিয়ে ‘ব্যান্ডিট কুইন’ সিনেমাটি বানান ভারতের অন্যতম সেরা নির্মাতা শেখর কাপুর। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। এর পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ব্যান্ডিট কুইট’কে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র মনে করা হয়। সিনেমাটি শেখর বানিয়েছিলেন মালা সেনের লেখা ‘ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন: দ্য ট্রু স্টোরি অব ফুলন দেবী’ বই অবলম্বনে। সিনেমায় ফুলন দেবীর চরিত্রে অভিনয় করেন সীমা বিশ্বাস।

১৯৯৪ সালে কান উৎসবে অংশ নেওয়া সিনেমাটি সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়ায়। তবে সিনেমাটি নিয়ে বিতর্কও কম হয়নি। যাঁর জীবন নিয়ে সিনেমা, সেই ফুলন দেবী সিনেমাটি মুক্তির বিরুদ্ধে অবস্থান নেন। পরে অবশ্য প্রযোজকদের সঙ্গে আলোচনার পর নিজের আপত্তি প্রত্যাহার করে নেন। সিনেমাটি ধর্ষণের দৃশ্য নিয়েও আপত্তি ওঠে।

ব্যান্ডিট কুইন’কে নিয়ে নতুন করে আলোচনার হেতু এটির ওটিটি মুক্তি। অ্যামাজন প্রাইম সিনেমাটির বেশ কিছু দৃশ্য কাটছাঁট করে মুক্তি দিয়েছে। এটা নিয়েই প্রবল আপত্তি শেখর কাপুরের। দিন দুই আগে এক্সে নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির সম্পাদিত সংস্করণ যে ওটিটিতে মুক্তি পাবে, এটা তাঁকে জানানো হয়নি।

তিনি লিখেছেন, ‘এটা কী হলো? নির্মাতা বা সম্পাদক কেউই এই বদলগুলো সম্পর্কে জানতে পারলেন না।’ পরে নির্মাতা হংসল মেহতাও অ্যামাজনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি প্ল্যাটফর্মটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *