আজ গণায়নের জুলিয়াস সিজার

‘মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের ৭ম দিন গতকাল বৃহস্পতিবার মূল মিলনায়তনে ছিল অ্যাঁভাগার্ডের নাটক ‘ফায়ার’।

সুমন টিংকু রচিত শামসুল কবীর লিটন নির্দেশিত ইংরেজি ভাষায় লেখা নাটকটিতে দেখা যায় একজন নারী, আপোষহীন, অকুতোভয়, আদর্শের প্রতি সীমাহীন এবং দ্বিধাহীন আনুগত্য নিয়ে কীভাবে জোটবদ্ধ অশুভ শক্তির মুখোমুখি দাঁড়িয়ে যান।

অবিচল সংগ্রামের আগুনপথে সেই নারী কী কী বলিদানের বিনিময়েও নিঃশঙ্কচিত্তে তাকায় সত্যের দিকে, তারও আখ্যান ‘ফায়ার’। অভিনয়ে অংশ নেন শামসুল কবীর লিটন, রহিমা খাতুন লুনা ও সুমন টিংকু। সন্ধ্যে ৬টায় নাট্যকর্মী নাহিদা আক্তার মুন্নির সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে গণসংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী। দলীয় নৃত্য পরিবেশন করে নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি নৃত্য পরিচালনায় সঞ্চিতা দত্ত বেবি ও সুদীপ্ত দত্ত জিমি। আজ সন্ধ্যে ৭টায় মূল মিলনায়তনে নাটক ‘জুলিয়াস সিজার’ পরিবেশন করবে গণায়ন নাট্য সমপ্রদায়। সন্ধ্যে ৬ টায় দলীয় নৃত্য পরিবেশন করবে কৃত্তিকা নৃত্যালয় ও স্কুল অব অরিয়েন্টাল ড্যান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *