আইয়ুব বাচ্চু স্মরণে ব্যান্ড ফেস্ট এবার অংশ নিচ্ছে ১২ দল

প্রতিবছরের মত এবারও ডিসেম্বরের প্রথম দিনে উদযাপন করা হবে ‘ব্যান্ড ফেস্ট’। এই ফেস্টের দ্বাদশ আসরে দিনব্যাপী গান শোনাবে দেশের ১২টি ব্যান্ড দল। ২০১৪ সাল থেকে প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়া থেকে দিনটিকে বিশেষভাবে উদযাপন করে আসছে চ্যানেল আই। গতকাল বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই স্টুডিওতে এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার চ্যানেল আই স্টুডিও থেকে দিনব্যাপী পারফর্ম করবে উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, তরুণ, মেহরীন, অবসকিউর, ফিডব্যাক, নির্ঝর, স্টার লিং, সিফোনি, নোভা, ডিফারেন্ট টাচ। খবর বিডিনিউজের। বেলা ১১টা ৫ মিনিট থেকে চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সমপ্রচার করা হবে অনুষ্ঠানটি। ব্যান্ড দলগুলোর সদস্যদের পাশাপাশি চ্যানেল আইয়ের বার্তাপ্রধান, পরিচালক শাইখ সিরাজ, ব্যান্ড শিল্পী ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, বাপ্পি খান, পার্থ মজুমদার, পিয়ারু খান, হামিন আহমেদ, জয় শাহরিয়ার, শামিম আহমেদ ও ইনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *