আইয়ুব বাচ্চু যেখানে ছিলেন অভিনেত্রী নাবিলার প্রেরণা

প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুকে ঘিরে প্রায় ১৮ বছর আগের এক স্মৃতি তুলে ধরেছেন অভিনেত্রী মাসুদা রহমান নাবিলা। তার প্রথম লাইভ টেলিভিশন উপস্থাপনা শুরু হয় আইয়ুব বাচ্চুর মাধ্যমে। গত শনিবার ছিল আইয়ুব বাচ্চুর মৃত্যুদিন। ২০১৮ সালের ১৮ অক্টোবর পৃথিবীর মায়া কাটান এই শিল্পী। আইয়ুব বাচ্চুর সপ্তম প্রয়াণ দিবসে সেই স্মৃতি মনে করে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন নাবিলা।

ক্যাপশনে লিখেছেন, এই ছবিটি ২০০৭ সালে তোলা, যখন বাচ্চু ভাই নিজেই আমাকে খুঁজে বের করেছিলেন তার সোলো অ্যালবাম ‘রিমঝিম বৃষ্টির’ লঞ্চ অনুষ্ঠানে উপস্থাপনা করার জন্য। এক সাংবাদিক আমাকে খুঁজে বের করেছিলেন, আর সেই সূত্রেই এক লিজেন্ডের সঙ্গে আমার পরিচয়। খবর বিডিনিউজের।

এ ছবির পিছনের গল্প তুলে ধরে নাবিলা বলেন, আমার নিজের উপস্থাপনার জার্নি শুরু ২০০৬ সাল থেকে। এক বছর পর আমার এক অনুষ্ঠান দেখে তিনি খুঁজে বের করেছিলেন আমাকে। উনার আমার উপর একটা আত্মবিশ্বাস কাজ করেছিল। স্টুডিও লাইভ কনসার্টে তিনি প্রযোজককে বলেছিলেন আমি উপস্থাপনা করলে অনুষ্ঠানটি ভালো হবে। সেটাই ছিল আমার জীবনের প্রথম লাইভ অনুষ্ঠান এবং সেই সুযোগেই আমি এলআরবির সঙ্গে কাজ করি। বাচ্চুর সঙ্গে কাজের আরও স্মৃতি আছে নাবিলার। সেই অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে ব্যান্ড সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয় অভিনেত্রীর। নাবিলা বলেন, আমি ব্যান্ড সংগীত আগে শুনেছি, কিন্তু ব্যান্ড সংগীত নিয়ে আমার খুব জানা শোনা বা রিসার্চ ছিল না। বাচ্চু ভাই যখন এই সংগীত প্রোগ্রাম উপস্থাপনার জন্য আমাকে পরিচয় করে দিয়েছিলেন, তখন থেকেই আমি একটু একটু জানতে শুরু করি। বাচ্চুর কাছ থেকে কাজের প্রশংসা পাওয়ার কথা স্মরণ করে নাবিলা বলেন, আমি তখন ছোট। কাজ সবে শুরু করেছি। বাচ্চু ভাই সম্ভবত প্রথম বড় কোনো সেলিব্রিটি যিনি আমার কাজকে প্রশংসা করেছিলেন। উনার প্রশংসা আমার কাজের কনফিডেন্স বাড়িতে দিত। উনাকে খুব মনে পড়ে। উনি যেদিন মারা যায় আমি ঢাকার বাইরে ছিলাম। শেষ দেখা দেখতে পারিনি সেটা ভাবলে খুব খারাপ লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *