অমিতাভকে নিয়ে বিস্ফোরক মন্তব্য জয়ার

সম্প্রতি বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন। তিনি বলেছেন, বিয়ের ধারণাটি এখন পুরানো হয়ে গেছে। এমনকি তিনি চান না তার নাতনি নভ্যা নাভেলি বিয়ে করুক। তার মতে জীবনকে উপভোগ করা উচিত। এই কথাগুলো মানুষের কাছে আপত্তিকর মনে হতে পারে, কিন্তু একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ ও সম্পর্ক থাকাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন জয়া।

আরও দেখুন গুড্ডি বিনোদন কেন্দ্র টেলিভিশন চ্যানেল রান্নাঘর সরঞ্জাম লাইভ স্ট্রিমিং সরঞ্জাম পোশাক টিভি শো ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস সংবাদ ভিডিও ইলেকট্রনিক গ্যাজেট বিয়ে নিয়ে অমিতাভ বচ্চনেরও একই মতামত আছে কিনা জানতে চাইলে জয়া বলেন, তিনি হয়তো বলতে পারেন যে আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি তা শুনতে চাই না।

তবে জয়া বচ্চন স্বীকার করেছেন যে আজ বিয়ে সম্পর্কে তার খুব আলাদা চিন্তাভাবনা থাকলেও তিনি প্রথম দর্শনেই অমিতাভ বচ্চনের প্রেমে পড়েছিলেন। অমিতাভ বচ্চনের প্রেম প্রসঙ্গে জয়া বলেন, পুরোনো ক্ষত কুড়ে কী আনন্দ পাবেন? আমি গত ৫২ বছর ধরে বিবাহিত। এর চেয়ে বেশি ভালোবাসতে পারবো না। আমি যদি বলি বিয়ে করো না, আমাকে পুরানো দেখাবে, আমি প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম।

হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’ ছবির সেটে প্রথম দেখা হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ীর। ‘এক নজর’ ছবির শুটিংয়ের সময় দু’জনের প্রেমে পড়ে যান। তাদের বিয়ের গল্প হার মানাবে ছবির চিত্রনাট্যকে। ১৯৭৩ সালে চারহাত এক হয় অমিতাভ-জয়ার। কিন্তু সেই বিয়ের নেপথ্য়ের গল্পটা রোমহর্ষক। তাদের দুই সন্তান- কন্যা শ্বেতা বচ্চন (১৯৭৪) এবং পুত্র-অভিনেতা অভিষেক বচ্চন (১৯৭৬)। জয়াকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *