অভিজ্ঞতা নিতে আর ঝামেলা এড়াতে নভেম্বরে গণভোট চায় জামায়াত

চট্টগ্রামের আনোয়ারায় আলোচিত সিএনজি অটোরিকশাচালক সাজ্জাদ (২২) হত্যাকাণ্ডে জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার রাত ৯টায় আনোয়ারায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ।

তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বটতলী থেকে যাত্রীবেশে সাজ্জাদকে নিয়ে বরুমচড়া ইউনিয়নের কানু মাঝির ঘাট এলাকায় যায় আন্তঃজেলা সিএনজি চোরচক্রের সদস্য সাইফুল। সেখানে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই ওত পেতে থাকা রমজান আলী, মো. হারুন, সুমন ও আশরাফের সহযোগিতায় সাজ্জাদকে গামছা দিয়ে মুখ বেঁধে নির্মমভাবে জবাই করে ফিশারি পুকুরে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর দুপুরে পুলিশ সাজ্জাদের মরদেহ উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পুলিশ। ইতোমধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই আসামি রমজান আলী ও মো. হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রধান আসামি সাইফুল অন্য এক মামলায় আগে থেকেই জেলহাজতে রয়েছেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করেছি। এ চক্রের মূল হোতা সাইফুলের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আন্তঃজেলা এই সিএনজি অটোরিকশা চোরচক্রকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *