সন্ধে হলে

সন্ধে হলেই ওই ঝোপেতে

চেঁচায় শেয়ালদল,

অপর ঝোপে দলবল নিয়ে

হাঁকে আরেকদল।

আঁধার নিয়ে সূর্য নামে

কর্ণফুলীর জলে,

শেয়াল ডাকে আঁধার হলে

কাঁটা ঝোপের তলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *