শাকিব এখন যেমন

চলচ্চিত্রে শাকিব খানের দুই যুগের পথচলা। দেড় যুগেরও বেশি সময়ের রাজত্ব। সময়টা হাতের আঙুলে একেবারে কম নয়। এখনও শাকিব খান সবার ওপরে, সবার চেয়ে সেরা। কেউ তাঁকে ‘সেরা নায়ক’, কেউ ‘সুপারস্টার’, কেউ ‘মেগাস্টার’ কেউবা ‘কিং খান’–এমন অনেক বিশেষণে বিশেষায়িত করে আসছেন। চলচ্চিত্রের কল্যাণে শাকিব খান এত উচ্চতায় পৌঁছেছেন যে ভক্তরা নামে নয়, তাঁকে বিশেষণে ডেকেই বেশি আনন্দিত হন। এই যে দর্শকের এত ভালোবাসা আর সাফল্য, এর মূলমন্ত্র কী? প্রশ্নের মুখে নায়কের সহজ উত্তর, ‘কোনো মূলমন্ত্র নেই। তবে একজন হিরোর সাফল্যের মূলমন্ত্র কিন্তু দর্শকের ভালোবাসা। নায়ক যদি দর্শকের চাওয়া-পাওয়ার মূল্য দেন, তাহলে তাদের কাছে সে গ্রহণযোগ্যতা পায়। সাফল্যও আসে।’
ছেলেকে নিয়ে অবকাশ
ঈদুল আজহার পর দুই সিনেমা নিয়ে খবরের শিরোনামে এসেছেন শাকিব খান। সে আলোচনার রেশ থাকতেই উড়াল দেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। দেড় মাস ধরে যুক্তরাষ্ট্রেই রয়েছেন ঢালিউড মেগাস্টার। সেখানে ছেলেকে নিয়ে দারুণ সময় কাটছে বলেই জানিয়েছেন। শাকিব খানের ভাষ্য, ‘দারুণ সময় কাটছে। দুই বছর আগে আব্রামকে নিয়ে ঘুরে ওকে সুন্দর মেমোরি দিয়েছিলাম। দেশে ফিরে কথা দিয়েছিলাম শেহজাদকে নিয়েও ঘুরব। ওকেও সুন্দর মেমোরি (স্মৃতি) দেব। তা-ই করেছি। শেহজাদ অনেক ছোট্ট, সময়টাকে ও খুব এনজয় করছে। আলহামদুলিল্লাহ, শেহজাদ খুব আনন্দে সময় কাটাচ্ছে। এটি ওর জন্য মেমোরেবল (স্মরণীয়) হয়ে থাকবে।’  

প্রিন্স ও সোলজারের পর থাকছে চমক
আগামী ঈদুল ফিতরের জন্য ‘প্রিন্স’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। ঈদ ছাড়াও ডিসেম্বরে মুক্তি পাবে তাঁর আরেকটি ছবি ‘সোলজার’। শাকিব খান বলেন, “মারামারির ছবি তো অনেক করলাম। এবার একটু অন্য ধরনের স্টোরিবেইজড সিনেমা আনতে চাই। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কাজ এগোচ্ছে। নেক্সট আসছে সাকিব ফাহাদের ‘সোলজার’, ডিসেম্বরে রিলিজের প্ল্যান আছে এবং পরে আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ রিলিজ হবে ঈদুল ফিতরে। আরও কয়েকটা সিনেমার কাজ চলছে। যেগুলোর স্টোরি থেকে শুরু করে সবকিছুই ভিন্ন রকমের। এর বাইরে চমকপ্রদ কিছু খবর আছে।’’  

দর্শক ফেরাতে নতুন পরিকল্পনা
‘প্রিয়তমা’ মুক্তির পর সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সের দর্শকদের সিনেমা দেখার অভ্যাস ব্যাপকভাবে বেড়েছে, কিন্তু বছরের অন্য সময় সিঙ্গেল স্ক্রিনের দর্শক কমে যাচ্ছে। ঈদ ছাড়া সিনেমা মুক্তি না পাওয়ায় সারাবছর হলগুলো দর্শক-খরায় ভোগে। শাকিব খান বলেন, ‘প্রযোজক, পরিবেশক ও হল মালিকদের অনুরোধে এ জন্যই ঈদ ছাড়াও সিনেমা করছি, যাতে ঈদের বাইরেও সিঙ্গেল স্ক্রিনগুলো চাঙ্গা থাকে। আসলে ভালো সিনেমার মাধ্যমে বিনোদিত করতে পারলে ঈদের বাইরেও দর্শকরা হলে পরিবার নিয়ে এসে ফেস্টিভ্যাল ভাইব ক্রিয়েট করেন। এ জন্য প্ল্যান করেছি, বছরে তিনটি ভালো সিনেমা করব এবং করছিও।’  

বিনম্র শ্রদ্ধা জানিয়ে পোস্ট, অতঃপর…
গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শোক জানিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন শাকিব খান। সেই পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। ঘটাচ্ছেন নানা কাণ্ড। তবে এটি নিয়ে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে তা ভাবনাতেও ছিল না শাকিব খানের। তাঁর ভাষ্য, ‘এখন আমাদের দেশে তো সব সেক্টরে সংস্কার চলছে। বিশ্বাস ছিল আমাদের চিন্তাভাবনাতেও এই সংস্কার প্রতিফলিত হবে। এমন প্রেক্ষাপটে দলমত নির্বিশেষে জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদকে যেমন স্মরণ করা উচিত, তেমনি দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন, জাতির সেইসব শ্রেষ্ঠ সন্তানকেও সম্মান জানানো উচিত। তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা উচিত নয়। জাতির শ্রেষ্ঠ সন্তানেরা সবসময় রাজনীতির ঊর্ধ্বেই থাকুক।  দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান এবং ত্যাগ শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটি থেকে আমাদের বিরত থাকা উচিত। যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের নিয়ে বিভাজন তৈরি নয়, বরং আমাদের সম্মিলিত একতা ও সংহতি গড়ে তোলা উচিত।’  

কখনও রাজনীতি নয়…
নিজেকে সবসময় রাজনীতির বাইরে রেখেছেন বলে জানিয়েছেন শাকিব খান। তাঁকে রাজনীতিতে আনতে নানা প্রলোভন দেখালেও সিনেমার কথা চিন্তা করে সেসবে কখনও মনোযোগী হননি বলে জানিয়েছেন তিনি। শাকিব খানের কথায়, কোনো রাজনৈতিক পদ বা দায়িত্বও আমার নেই। দেখুন আমি শাকিব খান কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। কোনো রাজনৈতিক পদ বা দায়িত্বও আমার নেই। বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে আমাকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু শুধু সিনেমার কথা ভেবে আমি সচেতনভাবে এড়িয়ে গিয়েছি। এমনকি কোনো ধরনের পলিটিক্যাল সুযোগ-সুবিধা নিইনি। বরং অনেক সময় আমাকেই কর্ম থেকে ব্যক্তিজীবনে পলিটিক্যাল লোক দ্বারা অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, সেটি তো সংবাদমাধ্যমের কল্যাণে কারও অজানা থাকার কথা নয়। সম্প্রতি দেওয়া আমার পোস্টে কাউকে মনঃক্ষুণ্ন করার কোনো উদ্দেশ্য ছিল না। যারা এটিকে কেন্দ্র করে বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন, তা মোটেও গ্রহণযোগ্য নয়। আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কর্ম সবসময় দেশ ও দেশের মানুষের জন্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *