মেঘের ভাঁজে মেঘ জমেছে
সরষে ফুলের উপর
সাদা মেঘের খেলা চলে
তখন মধ্য দুপুর।
মেঘের ভেলায় প্রজাপ্রতি
লুকোচুরি খেলে
সবুজ পাখি হেসে বেড়ায়
রঙিন পাখা মেলে।
নাম না জানা হলদে পাখি
দেখছে এসব খেলা
মেঘপরিরা মেঘের দেশে
কাটিয়ে দেয় বেলা।
মেঘের ভাঁজে মেঘ জমেছে
সরষে ফুলের উপর
সাদা মেঘের খেলা চলে
তখন মধ্য দুপুর।
মেঘের ভেলায় প্রজাপ্রতি
লুকোচুরি খেলে
সবুজ পাখি হেসে বেড়ায়
রঙিন পাখা মেলে।
নাম না জানা হলদে পাখি
দেখছে এসব খেলা
মেঘপরিরা মেঘের দেশে
কাটিয়ে দেয় বেলা।