মাঠ জুড়ে বয়ে গেছে যেন হলুদের নদী,
মেঠোপথ ধরে তুমি একা হেঁটে যাও যদি,
পা ভিজিয়ে দেবে ভোরে হিম শিশিরের কণা,
ঘাসফুলে হাসে রোদ আঁকে মিঠে আল্পনা!
কী খুশির দোলা আজ মাঠ নদী বন ঘাসে,
হাওয়াতে কী ফুলের ঘ্রাণ ভেসে ভেসে আসে?
হলুদের মাঠ শেষে সবুজের হাতছানি,
জোসনায় ভেসে যায় রূপকথা রাত জানি!
মায়ের মুখের হাসি বারবার দেখে যাও,
হৃদয়ে দেশের ছবি ভালোবেসে এঁকে যাও।