অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরেই বিশ্বমানের শিক্ষা ও গবেষণার জন্য অন্যতম আকাঙ্ক্ষিত গন্তব্য। এটি শুধু একটি ডিগ্রি অর্জনের সুযোগ নয়, বরং একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক অভিজ্ঞতা, যেখানে একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি গড়ে ওঠে বৈশ্বিক ক্যারিয়ার ও নেটওয়ার্কিংয়ের পথ। আধুনিক ক্যাম্পাস, বৈচিত্র্যময় কোর্স, বহুজাতিক শিক্ষার্থী সমাজ, নিরাপদ জীবনযাত্রা এবং পড়াশোনা শেষে কাজ করার সুবিধা—সব মিলিয়ে অস্ট্রেলিয়া উচ্চশিক্ষার জন্য এক আদর্শ ঠিকানা।
চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য সেই সুযোগ এবার হাতের নাগালে নিয়ে এসেছে এডুকেশন কন্সালট্যান্সি ফার্ম পিএফইসি গ্লোবাল। তারা তাদের চট্টগ্রাম অফিসে আয়োজন করেছে ‘অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন ডে’। অনুষ্ঠানটি আগামী ৩ সেপ্টেম্বর, ২০২৫ বুধবার বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এছাড়াও, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে বৈচিত্র্যময় কোর্স ও প্রোগ্রাম, যেখানে একদিকে একাডেমিক উৎকর্ষতা নিশ্চিত হয়, অন্যদিকে গড়ে ওঠে আন্তর্জাতিক নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার গঠনের অনন্য সুযোগ। তাই অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা এখন শুধু একটি ডিগ্রি নয়, বরং একটি পূর্ণাঙ্গ বৈশ্বিক অভিজ্ঞতা।
ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এছাড়াও থাকছে স্পট প্রোফাইল অ্যাসেসমেন্ট, স্পট অ্যাপ্লিকেশন সুবিধা, আইইএলটিএস/পিটিই কোর্সে বিশেষ ছাড়। শিক্ষার্থীরা স্পট অ্যাপ্লিকেশন করলে স্মার্টওয়াচ জেতার সুযোগ পাবেন।
পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা যেন অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার সঠিক দিকনির্দেশনা পায় এবং সহজেই আবেদন করতে পারে, সে লক্ষ্যেই তাদের এই আয়োজন।