নিজস্ব প্রতিবেদন: সুমন বড়ুয়া
মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও জাতীয় মৎস্য পদক–২০২৩ পাচ্ছেন রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। গত ১৯ মার্চ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খঃ মাহবুবুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। ঢাকায় ওসমানি স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক গ্রহণ করবেন তিনি। রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য এরশাদ এই জাতীয় মৎস্য পদক পেতে যাচ্ছেন। গত ১৯ মার্চ এ সম্পর্কিত একটি চিঠি আমরা পেয়েছি। পদক গ্রহণের জন্য তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
এরশাদ মাহমুদ এর আগেও ২০১৩ সালে জাতীয় মৎস্য পদক পেয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক গ্রহণ করেছিলেন তিনি। এছাড়া ২০২১ সালের ৮ জানুয়ারি কৃষি ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘পরিবর্তনের নায়ক ক্যাটাগরিতে’ স্ট্যান্ডার্ট চাটার্ড ব্যাংক–চ্যানেল আই কৃষি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। বনের গয়ালকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে ব্যতিক্রমী খামার গড়ার জন্য এরশাদ মাহমুদ এই পদক পেয়েছিলেন। এরশাদ মাহমুদ তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির ছোট ভাই। রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে তার ৪৪টি মৎস্য প্রজেক্ট রয়েছে। এছাড়া বিভিন্ন ফলজ, বনজ এবং ঔষধি গাছের বাগান, গরু–মহিষ ও বিলুপ্ত প্রাণী গয়ালের খামার, ধান, সূর্যমুখীসহ বিভিন্ন কৃষি প্রজেক্ট রয়েছে তার।